Shafi Cafe & Bakery and Food Panda Bangladesh এখন থেকে যৌথ ভাবে গ্রাহককে সেবা প্রদান করবে।

দূরবিন নিউজ২৪.কম,dorbinnews24.com,

Shafi Cafe & Bakery and Food Panda Bangladesh এখন থেকে যৌথ ভাবে গ্রাহককে সেবা প্রদান করবে। 

সাফি ক্যাফে এন্ড বেকারি -Shafi Cafe & Bakery ইতিমধ্যে তার সকল পণ্য ও সেবা অনলাইনে প্রদান করছে।গ্রাহকের সকল সুযোগ-সুবিধার কথা চিন্তা করে সাফি ক্যাফে এন্ড বেকারির সেবা গুলোকে ব্যাপক হারে ও আরো বেশি পরিসরে প্রদানের লক্ষ্যে ফুড পান্ডা বাংলাদেশ-food panda Bangladesh এর সাথে যৌথ সম্মতিতে এক সাথে কাজ করার অঙ্গীকার প্রদান করছে।


২০১৯ ইং সালে যাত্রা শুরু করা সাফি ক্যাফে এন্ড বেকারি দুই (২) বছর পূর্তি উপলক্ষে সকল কার্যক্রম এখন থেকে অনলাইনে করার প্রস্তুতি গ্রহণ করছে।

অনলাইনে পণ্য দেখা,পণ্যের বিস্তারিত বর্ননা জানা,পণ্যের পরিমাপ নির্ণয় করা,ক্রয় আদেশ করা,পেমেন্ট করা,পণ্য সরবরাহ করার পদ্বতি,সময় সহ ইত্যাদি সকল কিছু এখন অনলাইনে বিদ্যামান।


সেই ধারাবাহিকতায় ফুড পান্ডা বাংলাদেশ-Food Panda Bangladesh এবং সাফি ক্যাফে এন্ড বেকারি- Shafi Cafe & Bakery যৌথ প্রয়াস নিয়ে এগিয়ে এসেছে।

সল্প সময়ে দ্রুত গতিতে সাফি ক্যাফে এন্ড বেকারি  প্রতিটা সেবা বা পণ্য সম্মানিত গ্রাহকের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 


সকলের আশা ও ভালবাসায় সাফি ক্যাফে এন্ড বেকারি দিন দিন এগিয়ে যাচ্ছে। 

তাই আজ সাফি ক্যাফে এন্ড বেকারি সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছে। 


সাফি ক্যাফে এন্ড বেকারি এর অনলাইন সেবা ও বিভিন্ন তথ্যের জন্য যোগাযোগ করুন :

ওয়েববসাইট:https://shafi.com.bd অথবা https://www.foodpanda.com.bd/

ই-মেইল :shaficafebakery@gmail.com

হটলাইন: +৮৮০১৫১১২৩৬৩৩৬ (সকাল ১০টা -বিকেল ৬টা ) 

তাছাড়া,গুগল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে  নিয়মিত পণ্য ও সেবা পেতে চোখ রাখুন।


স্টাফ রিপোর্টার,দূরবিন নিউজ২৪.কম,dorbinnews24.com,

 

Leave a Reply